ছোটদের কবিতা-৬
একটি ছিল পরী
খুশিতে গড়াগড়ি
কত যে অজানা ভাবনা,
স্বপ্নে দুচোখ ভরা
মনে খুশির ফুয়ারা
হত আহ্লাদে আটখানা।
কখনো এমন হত
হাসিত অবিরত
থামান যেত না আর,
এঘর ওঘর জুড়ে
নাচা গানা করে
দিন চলে যেত তাঁর।
একদিন কি-যে হল
পরীটার রেগে গেল
নাওয়া খাওয়া দিল ছেড়ে,
দরজা বন্ধ করে
ফুঁপিয়ে নিচু স্বরে
পরীটা, কাঁদে অঝরে।
দেখে তাঁর মুখচ্ছবি
কাঁদে আকাশ- রবি
কাঁদে ফেইসবুক,
গল্পের বই আর্ট পেপার
রংপেন্সিল গুটি দাবার
সবাই করে শোক।
হায় হায় উঠে রব
কি ভয়ানক হচ্ছে কীসব
কে সে কষ্ট দিল তারে?
বাতাস থামে নদীর থামে
পখিরা কুঞ্জে বনে গ্রামে
ফুলেরা মিছিল করে ।
এক দফা দাবি এক
তারাতারি খোজে দ্যাখ
কেন এমন হল,
মস্ত এক মিটিং বসল
বড় তদন্ত কমিটি হল
অবশেষে যা জানা গেল
ঘটনা তা এই,
সুপার হিরো বাবা তাঁর
ভুলে গিয়েছে আজ আবার
বাসায় ফিরে তারাতারি,
আদরে তাঁর রাজকন্যারে
চুমু দেয়নি মিষ্টি করে
নিয়েছে সে তাই আড়ি।