ভালোবাসা, তুমি কি!
সাগর, আকাশ, বাতাস চিরি তুমাকেই খুঁজছি।
তুমি কি ভোরের ঘাসের বুকে
শিশিরের টলমল,
তুমি কি বরষার অবিরাম ধারার
স্বচ্ছ টলটলে জল।
তুমি কি শান্ত নদীর বুকে
ঢেউয়ের ঝিলিমিল,
তুমি কি পদ্ম বিলের উপর
উড়ন্ত গাঙ্গচিল।
তুমি কি নরম ফুলের পাপড়ি
মধু ও সুবাসে গাঁথা,
তুমি কি মৌ এর গুঞ্জন ধ্বনি
না বলা কত কথা।
তুমি কি রুপালি জোস্নার গাঙে
নীরব অবগাহন,
তুমি কি ভূমরা ও ফুলের মাঝে
নিবিড় আলিঙ্গন।
তুমি কি বনের পাতার ফাঁকে
পাখিদের উড়াউড়ি,
তুমি কি বিশাল আকাশের বুকে
মেঘে মেঘে লুকোচুরি।
তুমি কি জোয়ারের চাদের টানে
আহ্লাদে উঠে ফুলা
তুমি কি নদীর সাগরের টানে
অবিরাম ছুটে চলা।
তুমি কি রিমঝিম সেতারের সুরে
শাওনের টানা বরষন,
তুমি কি নতুনে ফুলে ও সৌরভে
ফাগুনের আগমন।
তুমি কি গ্রীষ্মের প্রচণ্ড দাহ
মাঠঘাট চৌচির,
তুমি কি শিতের হিমেল হাওয়া
রুক্ষতায় অস্থির।
তুমি কি সিডর, সুনামি, সাইক্লোন
সবকিছু কেড়ে নেওয়া,
তুমি কি সব তছনছ করা
পুবালি দমকা হাওয়া।
তুমি কি মেঘের গর্জন নাকি
আকাশের দীর্ঘশ্বাস,
তুমি কি পাহাড়ের চাপা কান্নায়
ঝর্ণার ছল উচ্ছ্বাস।
ভালবাসা, তুমি কি!
কত কাল, দেশ, মহাদেশ ঘুরি তুমাকেই খুঁজছি।
তুমি কি শেষ হওয়া কথার পরও
মুখোমুখি বসে থাকা,
তুমি কি নিঃসঙ্গ একাকী বসে
কল্পনায় ছবি আকা।
তুমি কি লজ্জা,ভয়, আশঙ্কা
দুরদুর করা বুক,
তুমি কি মান অভিমান খেলা
কাছে থাকার সুখ।
তুমি কি দুজনে হাতে হাত রেখে
পার্কে ঘুরাঘুরি,
তুমি কি আবেশে শিহরিত হয়ে
একান্তে জড়াজড়ি।
তুমি কি ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে
চুটিয়ে আড্ডা মারা’
তুমি কি ক্যাফেতে সেমিনারে বসে
চোঁখে চোঁখে ঈশরা।
তুমি কি নিশিতে গোপনে নিভৃতে
মোবাইলে ফিসফিস,
তুমি কি প্রতীক্ষার প্রহর গুনার
যন্ত্রণা অহর্নিশ।
তুমি কি বটের ছায়ায় বসে
আলাপন নিরিবিলি
তুমি কি দুচোখে স্বপ্নে ভরা
সুখের ঝিলিমিলি।
তুমি কি অনুষ্ঠান, দিবস, উৎসবে
আনন্দ সাঁজ রব,
তুমি কি যাত্রা মিটিং মিছিল
বক্তৃতা স্লোগানে সরব।
ভালবাসা, তুমি কি!
শিল্প সাহিত্য তছনছ করি আমি তুমাকেই খুঁজছি।
তুমি কি কবির উপমা ছন্দে
কবিতার পর কবিতা,
তুমি কি শিল্পীর ক্যানভাসে ফুটা
তুলির কারুকর্জতা ।
তুমি কি মায়ের স্নেহ আদর
মমতার ফল্গুধারা,
তুমি কি বাবার মৃদু শাসন
নির্ভরতায় খাঁরা।
তুমি কি সদ্য প্রসূত-শিশুর
আগমনী কান্না,
তুমি কি ছোট্ট খুকা খুকির
বায়নার পর বায়না।
তুমি কি নতুন বধূর হাসি
লজ্জায় রাঙা মুখ,
তুমি কি কুমারীর কল্পনা বাসর
বধূ সাঁজার সুখ।
তুমি কি জননীর সোহাগে জড়ানো
চুমুর পর চুম’
তুমি কি অধরা কাহার চিন্তায়
রাত জাগা নির্ঘুম।
ভালবাসা তুমি কি!
কত রঙে, কত রূপের মাঝে আমি তুমাকেই খুঁজছি।
তুমি কি স্বপ্ন তুমি কি ভাবনা
তুমি কি ধ্যানমগ্নতা,
তুমি কি আশা তুমি কি বিশ্বাস
তুমি কি ব্যাকুলতা।
তুমি কি অপমান তুমি কি দুঃখ
তুমি কি আনন্দ উল্লাস,
তুমি কি ভীরুতা তুমি কি শঠতা
তুমি কি হাহুতাশ।
তুমি কি ভাল তুমি কি মন্দ
তুমি কি গোপন যন্ত্রণা,
তুমি কি গদ্য তুমি কি পদ্য
তুমি কি হাজার মন্ত্রণা।
তুমি কি শৈশব তুমি কি কৈশোর
তুমি কি যৌবন ভার,
তুমি কি সুন্দর তুমি কি কঠোর
তুমি কি স্বপ্ন দ্বার।
তুমি কি খুধা তুমি কি তৃষ্ণা
তুমি কি শিল্প-কলা
তুমি কি যুদ্ধ তুমি কি শান্তি
তুমি কি জীবনও লীলা।
তুমি কি স্বর্গ তুমি কি মর্ত
তুমি কি ভীষণ দূর,
তুমি কি আলেয়া তুমি কি মরীচিকা
তুমি কি মায়াডোর...
২৫/০৫/২০১১