নামঃ ওছমান গনী ভারতী (عثمان غنی بھارتی,Osman Goni Bhartee,ओछमान गनी भारती)
জন্মঃ 21-10-1994
পিতাঃ আয়নাল হক,
মাতাঃ মনোয়ারা বেগম
ঠিকানাঃ বিলাসীপাড়া
জেলাঃ ধুবুরী (আসাম-ভারতবর্ষ)
ধর্মঃ ইসলাম (জন্মগত ভাবে)
প্রাথমিক বিদ্যাঃ দারুল উলুম বালাপাড়া মাদ্রাসা, বঙ্গাইগাওঁ আসাম
স্কুলিয়াদ্যাঃ টিলাপাড়া হাইস্কুল (এইচ.এছ.এলছি এরাবিক স্টার)
মাধ্যমিক বিদ্যাঃ রৌকাখাতা সাইন্স উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়
ইন্টার ,এফ.এমঃ ফখরুল উলুম এরাবিক কলেজ
স্নাতকঃ বিলাসীপাড়া কলেজ (গোহাটী ইউনিভার্সিটি)
প্রিয়মানবঃ হজরত মুহাম্মাদ (সাঃ)
প্রিয় কিতাপঃ পবিত্র কোরআন শরীফ
পেশায়ঃ লেখক, প্রচারকঃ আসাম রাষ্ট্রভাষা প্রচার সমিতি গোহাটী
লেখকঃ নিদা-এ- হক ( দ্বিভাষিক ইসলামিক মেগাজিন-আসাম)
e-mail: osmanassam@Rediffmail.com
: osmangoniassam@gmail.com
www.facebook.osman goni assam/study in islam.com
www.osmangoniassam.weebly.com
1994 সালের 21 ওক্টোবর ওছমান গনী ভারতীর জন্ম হয় আসামের গোয়ালপাড়া জেলায় এক গরীভ পরিবারে, অনেক দুঃখ কষ্টে লেখা-পঢ়া শুরু করে প্রাথমিক লেখা-পঢ়া ইসলামীক সংগে জেনারেল. কঠোর মনবল ও আগ্রহর বলে একেই সংগে অনেক গুলো বিষয়ের ওপর অধ্য়ন করে এবং সাফল্য়ও অর্জন করে যথাযথ ভাবে. সাইন্স, আরবি, উর্দু, হিন্দী, অসমীয়া, বাংলা এবং ইংরেজীতে নাম অর্জন করে ওছমান গনী ভারতী.
সাইন্সের ছাত্র অস্থাতেই প্রকাশপায় মডেল এরাবি ট্রান্সেলেশন বুক (ইংরাজী-আরবী), ইসলামিক শ্রেষ্ঠ গজল ( শায়েরী, বাংলা, অসমীয়া, উর্দু) প্রচলিত সময়ে সমগ্র আসাম-বংগে বিশেষ সমাদর লাভ করে ওছমান গনী ভারতীর কবিতাব্য়ঞ্জক ইসলামিক শ্রেষ্ঠ গজলে.
বর্তমানে ভিবিন্ন পত্র-পত্রীকায় এর লেখা প্রকাশ হতে চলেছে.