নিরব জগতে প্রবেশ করিলে, মনে পরে
সেই চরম দুঃখের কথা
সবাই যখন অধম ভাবিয়া আমাকে করত অবহেলা-
এখন আমি দুআ করি তাদের কারণে
স্বয়ং স্বরণে, সুদু তাদের চরণে-
কারণ সেই অবহেলাই ছিল আমার জীবনের অন্তিম আস্বাশ,
যে কথাটা করতাম আমি সর্বদায় বিস্বাশ
এখন দেখলে সবাই ছালাম করে, মনটা বর শান্ত লাগে,
কিন্তু আবারো সেই কথা মনে পরে-
যখন তারা লজ্জাদিত মনে-প্রাণে
এখন দিন যায়, রাত আসে, তথাপিউ সুদু তাদের কথা
মনে পরে
হে, মন তুমি করিওনা কখনো অহংকার, যাবে অধপতনে
আযাজিল করেছিল অহংকার
ধ্বংস করে নিল তার সকল রোজগার,,,,