আচ্ছা ভালোবাসার রং কি ?

কেন বলো তো ?

আহা বলোই না

ভালোবাসার রং কখনো নীল বা কখনো ধূসর কালো

কখনো নীল মেঘের মত

কখনো নদীর জলের কূল ভাঙা ঢেউয়ের মতো ,

কখনো প্রখর উজ্জলতা,

কখনো নিথর শশীর আলোয় কোমল স্নিগ্ধতা।

কখনো হৃদয়ে তুমিময় সুরের ধারা

কখনো শরত জীবনের বনলতা,

কখনো হলুদ রঙের পটভূমি,

কখনো ভাসিয়ে কল্পনার তরণী।

কখনো লালের আভার প্রাণশক্তি,

কখনো কমলা রঙে জীবনের উন্নতি।

কারও জীবন ভালবাসায় রঙিন করে

কেউ বা মন পাঁজরে সাটাই করে দিতে চায়।

কেউ বা কল্পনায় ভাসতে চায়

কারও কারও কল্পনায় আবার অবাধ বিচড়ণ,

সত্তা গেঁথে দিতে চায় কেউ বা হৃদয়ের মধ্যিখান।

পথের ক্লান্তি ভুলে,কেউ বা হাটতে চায়

আঁকাবাঁকা মেঠো পথে,

শিশির ভেজা সবুজ ঘাসে কিংবা

পিচঢালা কাল পথ পাড়ি দিয়ে,

একটু সময় কাটাতে চায়

হাতে হাত রেখে,

আঙুলের পরশ মেখে।

ডাহুক আর বকের উড়ন্ত ডানার সাথে

কেউ বা ভালবাসা না পেলেও,শুন্য হাতে একবার কাঁদতে চায় , তবু চায় ,

হরেক রকম রংএর সাথে ভালবাসার রং দেখতে ।

একবার হলেও ভালোবাসার কি রং সেটা বলতে ।।