কোথাও যেন নেই কোলাহল,
সুখ নেই শুধু আছে মিথ্যে মায়ার জাল

আছে শুধু  কিছু আবছা অন্ধকার,
নিস্তব্ধ শহরতলির ল্যাম্পপোস্টে

একটা মেয়ের নিখোঁজ হওয়ার গল্প  গেছে রটে ,

সেই মেয়েটা ল্যাম্পপোস্টের নিচে দাড়িয়ে আছে একা
ক্লান্তিহীন শ্রান্তিহীন সেই মেয়েটা ,

এখন স্তব্ধ সময়, নিঃশব্দ রাত
জোনাকিগুলো ; ঝিঁ ঝিঁ করে ডাকতে ডাকতে ক্লান্ত
সেই মেয়েটা আজ হয়ে গেছে শান্ত ।

সে যেন নিজেই নিঃসঙ্গতার চিহ্ন

আঘাত পেতে পেতে হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন ।
রাতের শেষ ট্রেনটা ও চলে গেছে তখন
সেই মেয়েটা একা একা দাঁড়িয়ে আছে যখন,

সুখ বুঝি এই অন্ধকার কুঠুরি,
সবটাই যেন মায়ার জালে বন্দি

এই পথের শুরু আর শেষ তার জানা নেই ,
আজ যেন মনে তার কোন ভয় নেই ।

একটুকরো সুখের আশায় করতে চায় সন্ধি…
ল্যাম্পপোস্টের আলোতে সেই মেয়েটা যেন আজ বন্দি

সুখগুলো সব হারিয়েছে সে  অন্ধকারে
তবুও জানতে  চায় এ মন, এভাবে কি সুখ  পেল সে