প্রিয় হিমু ভালো আছো নিশ্চয়ই

হুমায়ূন আহমেদের হিমু বলে তোমাকে সম্বন্ধ করি

তুমি কি রাগ করো

আচ্ছা তোমার কি মনে পড়ে,

আমাদের প্রথম পরিচয়ের কথা।

এক ঝড়ের আলসে দুপুরে আমি নীল শাড়ি পড়ে হেঁটে যাচিলাম আনমনে

আর তুমি তার উল্টো দিক দিয়ে ছুটে আসছিলে

হলুদ পাঞ্জাবি পরে,

যানো হলুদ পাঞ্জাবি তে তোমায় খুব অপরূপ লাগছিলো

তুমি কি আমাকে অনুভব করতে পাচ্ছো সেটা জানতে খুব ইচ্ছে করছিল  

বেপরোয়া ঝড়ে আমার আধখোঁপায় এঁটে রাখা চুল গুলো এলোমেলো ভাবে আমার চোখ,মুখকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল।

আমি আপপ্রান চেষ্টা করে যাচ্ছিলাম,

নিজেকে মুক্ত করে নিতে

হঠাৎ যেন আমি ছিটকে পড়লাম,

ঝড়ের সাথে আর পেরে উঠছিলাম না বলে,

হঠাৎ কি হলো মনে নেই আমার

পরক্ষণে আমি চোখ দুটি খুলে নিজেকে আবিষ্কার করলাম, তোমার বাহুডোরে।

প্রথম দেখায় কেমন যেন ভালোলাগা ছিলো

তাইতো তোমায় আমি ভালোবেসেছি প্রথম দেখায় অনন্তকাল ধরে,

সত্যি বলছি হিমু

ভালোবাসি ভালোবাসি--অতঃপর হিমু তোমায় অনেক ভালোবাসি।