মেঘ কুয়াশায় দৃষ্টিসীমা সঙ্কুচিত



ভীষণ বিরহী সব যন্ত্র অযন্ত্র যান,

নিয়মিত বিরতির আবহাওয়া পূর্বাভাস

সারা দেশ।

ঘর হীন ঘরে ঘরে মেহনতী মানুষ কর্মহীন,



সঙ্গতির সাথে প্রস্তুতি তাঁদের

খর কুটো টুকরো কাগজ উধাও ফুটপাত ডাষ্টবীন থেকে,


পুষ্টিহীন দেহে ভালোবাসার উষ্ণতা ক্ষয়েছে তো আগে,

এভাবেই ক্ষয়ে যায় চুরি হয়ে যায় সব প্রতিরোধ ।