মায়াবিনী


ছায়ার মতো মেঘ জড়ো হয় আকাশে
প্রিয় রং গুলো  হয়ে যায় ফ্যাকাশে
অামি মায়াময়ী নই,
একথা অামি বহু অাগেই জেনে গেছি
তার পরো মায়া যায় না কিছুতে সরানো
হয় না দু' হাতে জড়ানো
অামি জানি অামি মায়া ছড়ানোর মতো কেউ নই
কোনো  মায়া আমাকে কখনো  স্পর্শ করেনি,
জীবন যেখানে মানায়, সপ্ত আকাশে  নতুন এক স্বপ্ন ডানায়
সুখ নেই; সুখ নেই পৃথিবীর কোনো মায়ায়
নোনা জল চোঁখে মাখা ভুলে ভরা  বেঁচে থাকা
তুমি নয়তো অামি একদিন সত্যি চলে যাবো
এই পৃথিবীর মায়া ত্যাগ করে
হয়তো পৃথিবী তখনও এমন রঙিন মায়াময়  থাকবে,
তবে এটুকু সত্য কোনো বেদনা থাকবে না
থাকবে শুধুই অার্তনাদ আর থাকবে মিথ্যে মায়ার বসবাস ।