তোমার নিখোঁজ হওয়ার
পান্ডুলিপিতে,
আমি ছিলাম অভিশপ্ত অনুড়াঢ় কল্পকাহিনী।
আবছা অক্ষরের পত্রখানিতে ,
আমি ছিলাম তোমার নিখোঁজ হওয়ার লিস্টে ।
উবে গেছে শহরতলীর সব আয়োজন
সেদিন আমার তোমাকে খুব ছিলো প্রয়োজন ,
প্রেমপত্রের অভিমানগুলো -
আজ যেন হারিয়ে গেছে অন্তিম বার্তায়,
আলোয় লেখা সেকেলে হারিকেনে
হৃদয়ের ধূসর হৃদপিণ্ডে।
তোমার নিখোঁজ হওয়ার গল্প রটে গেছে
আমার শহরতলির ল্যাম্পপোস্টে
ভাবনার জগতে ভাবছি,
আজ আমি যেন ফুরিয়ে গেছি,
তোমার নিখোঁজ হওয়ার
পান্ডুলিপিতে।