আমি হয়তো কখনোই তাদের ক্ষমা করতে পারবো না 
হয়তো ক্ষমা নামক শব্দটি আমার ডিকশনারিতে নেই
সত্যি ,

আমি কখনো তাদের ক্ষমা করতে পারবো না
যারা সব সময় আমার প্রাপ্তিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ।

কি দোষ ছিলো আমার আমি জানি না
আমিও তো বাঁচতে চেয়েছিলাম যেমন করে মুক্ত আকাশে ডানা মেলে একটি পাখি উড়ে বেড়ায় ,
যেমন করে বিশাল আকাশের বুকে এক টুকরো চাঁদ দেখা যায় ,

যেমন করে সবুজ রঙের গাছে নানান রকমের ফুল ফোঁটে ,
যেমন করে রাতের আধার ঘনিয়ে সকাল আসে ,

ঠিক সেভাবে

কিন্তু সবাই মিলে আমার সেই ডানা টাই কেঁটে দিলো
আমার প্রাপ্তিতে বাঁধা হয়ে দাঁড়ালো .

সেদিন আমার চোখ দিয়ে টপ টপ করে  অশ্রু পড়ছিল
আমাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল সেদিন ,

তাই হয়তো আমি তাদের ক্ষমা করতে পারবো না ।

সত্যি বলছি আমি কখনো তাদের ক্ষমা করতে পারবো না ।
আমার জীবনটা হয়তো বয়ে চলা নদীর মতো
যার কুল কিনারা কিছুই নেই

কেউ আমাকে কখনো প্রাপ্তির পথে নিয়ে যায় নি
তাই হয়তো আমার কোন প্রাপ্তি নেই ।