জরুরী খবর
একটা জরুরী খবর আছে
যেখানে হাজার হাজার শব্দ লেখা আছে ,
ঠিক সেখানেই একটা জরুরী খবর আছে
যেখানে ভালোবাসার একটা মানুষ আছে,
তোমার জন্য কবিতার খোঁজ আছে
তাই তো ভোরের পাখিরা কলকলিয়ে গান বলছে মিছে মিছে ।
সত্যি একটা জরুরী খবর আছে
একলা কবিতা রাত্রিদিন,
একলা আকাশ অন্তহীন।
একটা নিখোঁজ বার্তা আছে
মেট্রো রেলের আশে পাশে ,
অস্থির সময়ের এক সহযাত্রী হিসেবে ,
কিছুটা আলাপ হবে যাত্রাপথে ।
নীল খামে একটা চিঠি আছে
কষ্ট গুলো সেই চিঠিতে বন্দি আছে ।
শ্রাবণ মেঘে আকাশ ঢাকা আছে ,
জরুরী একটা খবর আছে ।
এই খবরে আর কতটাই বা হলো ছাইপাঁশ ,
এতে উদগ্রীব অবস্থা কিছুটা প্রশমিত হবে বলে আমার বিশ্বাস।