আমি কখনোই বলতে পারিনি এতটা বছর কেটে গেলো! কেন পারিনি জানি না।
তখনো খুব ইচ্ছে করতো ঠিক আজকের মতই।
তোমাকে বলতে,না বলা কথা গুলো।

কোন গোধূলিলগ্নে হালকা বাতাসে তোমার চুলের আবাধ্যতা অবলোকন আর কাজলমাঁখা
অপরুপ দুটি চোখের গহীন অরণ্যে হারিয়ে যেতে খুব ইচ্ছে ছিলো।
মুখোমুখি বসে অস্ফুট স্বরে যদি বলতে পারতাম কখনো?না বলা কথা গুলো।

আমাকে নিয়ে তুমি বরাবরই ছিলে আনমন।
তাইতো কখনো বুঝনি বা বুঝতে চাওনি,
তুমি,তোমার অস্থিত্বে ছিলো মন উচাটন।
আমিও কখনি বলিনি,না বলা কথা গুলো।
হারোনোর ভয়ে শুধুই অকারণ।

তোমার স্বপ্ন পৃথিবী আজ নানান রঙে বিস্তৃত।
আমার প্রেম অসহায়,সময়ের কাছে পরাভূত।  
নিঃস্ব, নিরুপায় সাত সাগরের ওপারে সমাহিত।
তবুও আজ বলতে চাই,না বলা গুলো।

শাড়িতে তোমাকে অনেক ভালো লাগে।
তাইতো কখনো মায়াবিনী ভেবে করি ভুল।
যেন গোলাপের পাপড়ি দিয়ে সাজানো ফুল।
সকাল সন্ধ্যা অবিরত ভেবে, পাইনি কুল।

আজ চিৎকার করে বলবো,না বলা সব কথা।
আমি ব্যর্থ বয়ে বেড়াতে, মনের গোপন ব্যাথা।
আমি বলে দিতে চাই,না বলা সব কথা।

খুব জানতে ইচ্ছে করে,কখনো কি ভুল করে
ভেবেছো আমাকে? তোমার প্রাণের প্রিয়া।
ভুল করেও কি দাও নি কভু?
আমাকে তোমারি হিয়া।
বাতাসে খবর ছড়িয়ে দিবো,
খুলবো প্রেমের খাতা।
বলে দিবো আজ! না বলা সব কথা।