গতকাল আমার চোখের সামনে দেখেছি-
কোমল সজীব একটি গোলাপের মুত্যু।
শত হাজার কোটি টাকা আর নানা
আয়োজনে দেখা হওয়ার কথা ছিল,
নির্জন কোন এক কোনে
পারিনি সহ্য করতে গলাফাটা চিৎকারে
আকাশ বাতাস আজ ভারী।
হায়েনার দল আষ্ঠেপিষ্ঠে আটকে
দিয়েছে একটা গোলাপকে।
সে কি কান্না,করুণ আর্তনাদ শুধু
বেঁচে থাকার-দেয়নি ঘাতকের দল
মৃত্যুর মিছিলে আনন্দ উৎসবে মেতেছিল
গোলাপকে নিয়ে-পারিনি বাঁচাতে আমি,
আমি একা কাঁদিনি !!
একটি গোলাপের অপমৃত্যু দেখেছি কাল।
মার মার আওয়াজে জোয়ার এসেছে-
পারিনি বাঁচাতে।
হিংসার কষাঘাতে নিষ্পেষিত গোলাপ
তাকে থামাতে বাজে দামামা,
সে কি যুদ্ধাশ্র!!
একটি গোলাপের অপমৃত্যু দেখেছি,,,,
পারিনি বাঁচাতে...