রাত্রি দ্বি-প্রহর!  হয়তো তুমি ঘুমপাড়ানির স্বপ্ন ঘরে প্রশান্তির ঘুমে বিভোর।
তোমার রঙিন পৃথিবীতে আমার স্মৃতিগুলোর জায়গা  হয়নি মনের বিন্দু কোণে বা ভুল করেও রাখনি পুরনো ময়লার স্তুপেও।
আর আমি! যুগের পর যুগ আসে যায় তবুও আমার মনের রাজমহলে তুমি শুধু তুমিই আছ এখনো রানীর বেশে।
আজ খুব বেশি মনে পড়ছে, বুকের ঠিক মাঝখানটা অনেক ভারী লাগছে, তোমার স্মৃতির মল্লযুদ্ধে পরাভূত আমার মন,চোখের কোণে বারিধারা ছুঁটছে আপন গতিতে।

প্রতিটাক্ষন প্রতিদিন তোমার স্মৃতির একাধিপত্যে আমি নিঃস্ব,রিক্ত হস্তে ঘুরি ভিখারির সাজে।
আমার পৃথিবীতে ছিলে তুমি সূর্যের উদ্ভাসিত আলো
আমার স্বপ্নের উৎস আর অন্তে সবটায় ছিলে তুমি
কেন আমাকে অন্ধকারে রেখে আলোকিত কর অন্য ভুবন??
নিঝুম রাতের নিস্তব্ধতায় একা আমি কাঁদি খুব ডুকরে কাঁদি আর দুঃখ স্রোতের টানে ভাসি অজানায়।
আর তুমি প্রতিনিয়ত পরিবর্তিত স্বপ্ন বুননে ব্যতিব্যাস্ত আপন কল্পনায়।