ভালবাসা ভালবাসি আজ বিলীন
স্নিগ্ধতা,মগ্নতা,ভগ্নতায়
উৎসবে আমেজে বহুরুপী ব্যবসায়,
কত সরল প্রবঞ্চনায় স্হানান্তরিত,
রুপান্তরিত ভালবাসা,আনাছে কানাছে
আর চিপায় চাপায়।
আজ,কাল,প্রতিদিন ডাটায় আর টাকায়,
হাতবদলেই প্রসারে অনড়।
তবুও বিশেষ দিনে বিশেষ অর্জন বিসর্জনে
হিসেবের নীল দরিয়ায় আজানা অচেনা ঝড়।
ভালবাসা ভালবাসি আজ গিয়েছে কোমায়,
ভিড় করছে সব পঙ্গপালের ন্যায়
রেস্তোরার-যত কাপল কেবিনের ডেরায়।।
ভালবাসা আজ বড়ই উদার,
হোক মাটির কুটির বা গগণচুম্বী ভবনে।
একজনাতে হয়না তৃপ্ত ঘুরে বহুজনে।