প্রেম আর কবিতার সখ্যতা
যুগ যুগান্তরের সরল আন্তরিকতা ।
প্রেমের মালায় শব্দের ফুল দিয়ে,
চষীরুপে কবি বুনে মনের মাধুরী মিশিয়ে ।
তুমি,প্রেমের পালকে আঁক প্রিয়তমার চোখ
হরিণীর আবেশে খুজ,
নির্মল হৃদয় হরণ করা সুখ ।
ঘনকালো চুলের আধারে,
সুঠাম দেহের সুষম বন্টনে
অধরতে প্রেমের দীপ জ্বালাও প্রেয়সীর মিলনে ।
প্রেম বিনে হয় নি কোন চাষ
এই মনের আবাসে,
হোক কাব্য চাষ বা তৃষ্ণার্ত মনের চাষ
ঝড়ো বাতাসে।
প্রেম খুজে পাই আমার চাষালয়ে,
আবেগের বর্ণবিন্যাসে
হয়ত তুমি পেয়েছ প্রেয়সীর
নিতম্বের সর্পিল নৃত্যাকাশে।
প্রেম,কবি,ছবি,দাবি কবিতার সবি
আসে প্রেয়সীর বেশে
যুক্তি,যুক্তিজালে তোমার নিমগ্ন প্রবেশে।
আমার ভুবনে প্রেমেই সব,
তবে শুধু শব্দের চাষ,
ষোড়শীর কাপন ধরা ঠোঁটে
যেথায় থাকে বারমাস।
তবুও তোমারি প্রেমের দুনিয়ায়
নিতান্তই এক দাস।।