তুমি আছো—
সন্ধ্যার রঙিন আকাশে,
নরম বাতাসের গোপন স্পর্শে,
শিউলির সৌরভে মিশে,
আমার মনের গহীনে।
তুমি আছো—
অজানা কোনো গানের সুরে,
শব্দহীন অভিমান ভরে,
বৃষ্টি ভেজা সেই দুপুরে,
আমার একাকী ঘরে।
তুমি আছো—
কখনো না বলা কথায়,
চোখের গভীর ভাষায়,
আমার স্পর্শের চিলতে উষ্ণতায়,
আমার প্রতিটি শ্বাসে, প্রতিটি ভালোবাসায়।