ঝরা পাতার গল্প শুনে
শীতের হাওয়া কাঁপে,
তোমার কথা মনে পড়ে,
মনটা কোথায় থামে?
সন্ধ্যাবেলা বৃষ্টি নামে,
গন্ধ মাখে ভেজা মাটি,
তোমার ছোঁয়ার অপেক্ষাতে
বয়ে চলে নদীর ঘাটি।
আকাশ ভরা নীলের মাঝে
তোমার ছায়া খুঁজি,
হৃদয় জুড়ে জ্বলে রোদ,
তবু মনটা দুঃখী, পুঁজি।
একদিন তুমি ফিরবে জেনে
তোমার পথেই থাকি,
স্মৃতির পাতায় আঁকি তোমায়,
শুধু তোমারই থাকি।