অসময় আমার কাছে ফিরে আসে,
বলে, জীবনের সময়টা ঠিক ছিলোতো?
আমি উত্তর দেই না, অসময় কে বলার মত কিছু নেই,
অসময় ভালোর জন্য আসে না, তাকে উত্তর দেয়ার সময় নেই।
আবার অসময় ফিরে আসে বলে, সময় কে ভালোবাসলে, আমাকে তো কাছে ডাকলে না?
আমি উত্তর দেই না, মনে মনে ভাবি তোমাকে কাছে ডাকার মত কিছু নেই, তুমি অসময় তোমার থেকে সব সময় দূরে।
জীবনের শেষে একবার সময় এলো, বললো কেমন ছিলো তোমার সময়?অসময় টা পার করলে কিভাবে?
আমি উত্তর দিলাম, অসময় কে কাছে আসতে দেই নি, সময় তুমি আমার বিষন প্রিয়, তোমাকে নিয়ে কাটিয়ে দিলাম এক জীবন! ভালো থেকো।
সময় চলে যায়, অসময় দাড়িয়ে থাকে, জীবনের শেষে কোনো যেনো মায়া হয়, বললাম কিছু বলবে?
অসময় হাসে, বলে সময়টাই চিনে গেলে আজীবন,
ভালো করে ভাবতো এই জীবনে কে করেছে বেশি?
আমি ভাবলাম আসলেই সময় যতোটা দিয়েছে নিয়েছে তার বেশি কিন্তু অসময় সব সময় দিয়েছে কিছু না পেলেও,
জীবনের সব গুলো সুখ, আনন্দ, বিবেক, কষ্ট , যাতনা সব অসময় এর অবদান, না চাইতেই।
আর সময় দিয়েছে পার্থিব জগৎ যাতে মন থাকে না, প্রাণ থাকে না।
বললাম, অসময় বড্ডো ভুল হয়ে গেলো তোমাকে কখনো ডাকি নি তুমি সব সময় ছিলে , আর সময় না বলেই চলে গেলো বড্ডো ভুল হয়ে গেলো এ জীবনে!
আমাকে ক্ষমা করো তোমার কারণেই জীবন এত সুন্দর এত মৌলিক। আমাকে ক্ষমা করো।
অসময় কাছে এলো আমার হাত ধরে বললো জীবন তো শেষ করলে,
এসো অসময়ের আরেক মায়াবী ভুবনে তোমাকে স্বাগতম!!!!