ভালোবাসা কি আমি কখনো জানতে চাইনি,
শুধু জানি তোমার জন্য বাঁচতে হবে,
জানি, তোমার জন্যই আমি সব কিছু করতে পারি,
পারি এক আকাশ বেদনাকে সুখের রং এ রাঙাতে ,
তুমি থাকবে বলে।
আলো চলে গেলে নাকি আধার হয়,
বলতে পারো আধার চলে গেলে কি হয়?
আধার চলে গেলে সময় স্থির হয়ে যায়,
যেমন টা আমার, এখন আর আলোর কোনো প্রয়োজন নেই,
সময় এর ও নয়,
শুধু তুমি আছো বলে I
আমি হারিয়ে গিয়ে,
আমার আমি কে সব চেয়ে বেশি খুঁজে পেয়েছি,
তুমি ছিলে বলে I
তুমি ছিলে বলে,
আমার দিন আর রাতের আলাদা কোনো অনুভূতি নেই,
এতটা অনুভব আগে কখনো ছিলো না, জানো?
আবেগ গুলো এখন আর নেই,
তাই নিজেকে অনেক বেশি আবেগী মনে হয়,
যে আবেগটা তোমাকে শুধু ছুয়ে যেতে চাইতো,
সে আবেগের আর কোনো ছোয়া নেই, জানো?
আছে শুধু প্রচণ্ড সুখের অবকাশ,
তোমারই কারণে I
ভালোবাসা কি আমি কখনো বুঝতে চাইনি,
তোমার অপলক চেয়ে থাকা,
আমার সবচেয়ে প্রিয় স্বপ্নের একটি,
সব স্বপ্ন গুলো আমি জেগে দেখি,
তোমার জন্য।
জীবনটা একটা সুন্দর স্বপ্ন,
আমার ভালোবাসা জানার কোনো ইচ্ছে নেই,
আছে শুধু জেগে থাকা এই ঘুমটার,
না জেগে ওঠার আপ্রাণ চেষ্টা....
তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে বলে I