ভালোবাসা চাইনি, চেয়েছিলাম একটি কবিতা লেখার প্রেরণা,
তুমি সে প্রেরণা, দিয়েছো বলেই,
অগাধ ভালোবাসার মাঝে, বিরহটা মহা আনন্দের !
মনের গভীরে তুমি ছিলে বলেই,
হয়তো আমার এই খাতা কলমের পাগলামি,
ওরা কথা বলে, আমার সাথে,.
আমি উত্তর দিতে দ্বিধা করিনা।
আমার আমিকে আমি আর খুঁজতে চাইনা,
তোমাতে আমি বলে।
তোমাতে আমি বলে,
আমার সব কবিতা এক হয়ে যায়,
প্রাণের উৎসবে, প্রেমের গভীরতায়।
ছন্দ পতন যখন আনন্দের,.
ছোটো ছোটো দুঃখগুলো
যখন বড় সুখের,
তখন আমার যতো চাহিদা
সব ধুয়ে মুছে বিলীন,
কল্পনার মতো।