তোমাদের হিংসায় তোমাদের আকাঙ্ক্ষায়
আমার সব কবিতাগুলো হেরে গেলো
জানো?
আমার অনেক সখ ছিলো, মানুষ হবো,
আমি মানুষ হবো,
আমি মানুষের কাছে গেছি মানুষ হতে,
আমি,আমি সূর্য দেখবো মানুষের মত।
আমি আগের চেয়ে বেশি পশু এখন,
আমার কাছে সূর্য শুধু শিকার এর সময় সীমা।
হয়ে গেছে..... মানুষের কাছে গেছি বলে!
আমার আমি করতে করতে , মানুষ হয়ে গেলাম,
শুধু আমার আমি,
আমি সবশেষে আসলে এমন হতে চাইনি,
আমি মানুষ হতে চাই নি,
আমি মানুষ মানে ভেবেছি যে সবার তরে,
কিন্তু আমি আগেই এর চেয়ে ভালো ছিলাম,
রক্ত খেতাম,
মনুষ্যত্ব খেলে ভালো হতো
মানুষ বেচেঁ যেতো....
যদিও ওদের বাঁচার অধিকার ধুরে থাক....
নরকের কীট পৃথিবীতে কীভাবে এলো....
বিধাতা জানে!
আপনার সব কবিতাগুলো হেরে গেলো।