আমার কবিতা পড়তে ভালো লাগে না!
পড়েছিলাম কিছু,
না পড়লে পরীক্ষায় পাস হতো না,
অনেক যুদ্ধ করে পড়ে পাস করেছিলাম।
কখনোই, কবিতা আমাকে টানেনি,
পড়ার জন্য ।
তবে লিখার আগ্রহ ছিল সবসময়ই,
আজ হঠাৎ কেন জানি হিংসা হচ্ছে,
সেই সব কবিতার পাঠকদের,
যারা অবলীলায় জীবনের তাৎপর্য নিয়ে নিয়েছে,
কবিতা পড়ে,
কি এক আজীবন আনন্দ,
একটি পাতা থেকে,
আমি নিতে পারিনি হাজার পৃষ্ঠার উপন্যাস পড়ে I
যে মূল্যবোধ আমি পাইনি,
পাঠকেরা দু লাইন এ পেয়ে গেছেন, কী আনন্দ,
কি অবসাদ I
আমি হিংসা করি পাঠক তোমাদের,
তোমার মনকে,
তোমার আবেগকে,
তোমার উৎসাহকে,
আমি হিংসা করি তোমাকে.......
আমি চাইলেও পারবো না তুমি হতে,
কিন্তু আমার আজন্ম ইচ্ছা তুমি হতে, সত্যি,
তাইতো,
পাঠকদের কে আমার হিংসা হয়!