ভর্তার মতো আপন হইয়ো,
থাইকো আলুর মতো সৎ

ইলিশের মতো দামী হয়ে,
দিয়ো শাপলার মতো মত

চিংড়ির মতো মাছ না হয়েও
লতিকে ভালোবেসো,

পাবদার মতো সরল হয়ে
হালকা ঝোলে এসো……..

আমার পরানে দুপুরের ক্ষিধে
মানে তিব্রতা তোমার প্রেমে,

ভালোবাসাটা আটকে থাকুক
খাবার প্লেটের ফ্রেমে !!!