আমি ঘুরেছি মানুষের মাঝে,
মনুষ্যত্ব পাইনি,
এক কথায় শেষ।
পারতাম কাব্যিক ভাষায় বোঝাতে যে,
মনুষ্যত্ব নেই, কিন্তু তার দরকার নেই I
অযথা এত কাব্যিক হওয়ার দরকার নেই,
মনুষ্যত্ব নেই সবাই জানে।

দু লাইন খরচ করার জন্য,
আমি বসে নেই,
মানুষ আজ কোথায়?

নিজের প্রয়োজনে কতটা নিচ!
নিজের জন্য কতটা অমানুষ?

সবাই জানে,
আমিও জানি I

আমি কষ্টের কথা বলতে চাইনি,
কিন্তু বলেছিলাম I
মানুষ শোনেনি, শুনতে চায়নি,
মনুষ্যত্ব নেই তো, শুনবে কি I

আমি আমার কথা বলেছিলাম,
তেলাপোকাদের কাছে,
ওরাও পাত্তা দেয়নি,

কারণ তেলাপোকারা মাতাল ছিলো!