আমার চোখে এক নদী আছে,
নীরব, অথচ বহমান,
কখনো শান্ত, কখনো উন্মত্ত,
ভাসিয়ে নিয়ে যায় সব অভিমান।

এই নদী বয়ে চলে
স্মৃতির কুয়াশা ঘেঁষে,
তোমার ফেলে আসা শব্দেরা
তীরের ধারে বসে।

কখনো বৃষ্টি নামে এতে,
অভিমানী ঝড়ের রাতে,
আবার কখনো শুকিয়ে যায়,
তোমার স্পর্শের প্রার্থনাতে।

চোখের এই নদী জানে,
ভালোবাসার রঙ কেমন,
যতই ঢেউ উঠুক বুকে,
তবু সে তোমারই চিরজন!