ভালোবেসে ছিলাম তোমাদের,
মানুষ কে!
আজীবন পেয়ে ছিলাম একটাই ভয়,
একা থাকার!
ভালো লাগতো সবসময়ই, সারাক্ষণ,
কেউ পাশে থাকলে !
কারো দেখা পেলে চলে যেতো,
আমার দুঃখ গুলো!
আমি হারিয়ে যেতাম সবসময়,
মানুষের মাঝে!
কবিতা গুলো একা একা পেয়েছে,
ছন্দ তোমাদের সাথে!
কোলাহল, কোলাহল, কলরব,
সেকি মাদকতা!
চা এর কাপে আমার, তোমাদের
চুমুকের ভালোবাসা!
আজ কোলাহল নেই,
আজ মানুষ নেই,
আমি আর আমরা নেই,
আজ কাছে বলে কিছু নেই,
আজ কবিতায় ছন্দ নেই,
আজ বেঁচে থেকে জীবন নেই!
কোলাহল চলে গেলে, বেঁচে থাকা যায়?