আমি কারো মত বহুদূর হাঁটি নি,
কল্পনায়, স্বপ্নে ঘুরেছি পুরো জগত !

আমি মানুষ চিনতে কখনো ভুল করিনি,
শুধু নিজেকে চিনতে পারিনি !

আমি সবার মাঝে বিলীন হয়েছি,
তোমার মাঝে চেষ্টা করিনি !

আমি সুখে থাকতে পেরেছি,
জানো, দুঃখ ভুলতে শিখিনি !

আমি আমার আমিকে ভালোবেসে,
আমাকে ঘৃণা করেছি !

আমি সবকিছু জিতে, হেরেছিলাম বলে,
আমার ভুল জন্ম!!