মাথা নষ্ট কর্তা,
বাজারের হোটেল এ কত রকম ভর্তা!
বলিস কিরে?
বলে যা ধীরে ধীরে,
পদ ছিল প্রকার কত ?
আছে কি কিছু মন মতো?
কর্তা, ইলিশ এ শাপলা,
পাবদাতে, সেই স্বাদের ঘাপলা!
কচি পাঠা কসা!
কাবাব রসা রসা,
ঝাল চিকেনের ঝোলে!
কৈ দিয়েছে লাউ পাতার কোলে।
থাম হয়েছে থাম,
বল, কোনটার কি দাম?
কর্তা হয় নিকো শেষ,
আমের টক টা দেখতে বেশ!
আর কি যেন মাছের ঝুরি,
ঘ্রাণ নাকে দিচ্ছে শুরশুরি।
পায়েস দুধের খাঁটি,
আয়েশ করে খাচ্ছে, ক্রেতারা চাটি চাটি।
মারবি নাকি ইস! ইস!
জানিস না বেড়েছে ডায়াবেটিস!
রাধঁতো তোর বৌঠান,
খাবার তাই ছিলো আমার পিছুটান,
সে ওপারে যাওয়ার পরে,
কোনো স্বাদ কি আর মুখে ধরে?
কর্তা খারাপ করবেন না মন,
সবারই দুঃখ কিছু, আছে গোপন!
হোটেল এ আমি যাই,
নিয়ে আসি পছন্দ মত যা পাই l
আরে নিয়ে আয় সব কিছু,
স্বাদের কাছে আজি দুঃখ ছাড়বে পিছু II