মাঝে মাঝে উদ্দেশ্যহীন
চোরাগলিতে আটকে থাকে দীর্ঘশ্বাস
উষ্ণতাহীন নির্মম শহুরে বৃষ্টি!
রাজপথে কাদা-জলে রিক্সা-সাইকেলের ডুবসাঁতার!

ভালো লাগে না, আর!

একটুকরো অবসর কিংবা ব্যস্ততা! স্বপ্নের মতন!
দিনান্তের নীড়ে ফেরার মতন সুখ! আহা!

কতকাল কলের পুতুল!
"জ্বি হুজুর! জ্বি স্যার! জ্বি জনাব!"
ভালো লাগে না!

ডেবিট-ক্রেডিট-সাবস্ক্রিপশণ-কন্ট্রিবিউশন!
আজন্ম লালিত স্বপ্ন ঢাকা পড়ে যায়!

৮ বা ৭ নম্বর বাসে মাথা হেট, ছুয়ে যাওয়া ছাদ!
যেমন- জ্বী হুজুরদের সামনে নতজানু!

কবেই ভূলে গেছি-
"জীবিত থাকা মানেই বেঁচে থাকা নয়"!