সন্ধ্যের সনাতন স্বপ্নগুলো
ধূসরের আবীর মেখে আজকাল চা-দোকানের পেয়ালায়!
ফুসফুসে নিকোটিনের অট্টহাসিতে নৃত্যরত লাল-নীল মৃত্যু
রঙিন চশমায় হিন্দি গানের কলি
বাঙলা সুরে আমিও আজ, বাতিল মালের দোকান!
ঝনঝন হাতুরি, ভাঙে বুকের পাঁজর
পুন:জন্মের আক্ষেপে স্বপ্নগুলো
কুরবানীর লাল কাগজের মালা
আমরা একসাথে বিসর্জনের পথে!
তোমার স্বার্থক বিসর্জন!
আমি বাঁচি অন্তহীন, ব্যর্থ পূজারীর জীবন!
দাড়িতে নাকি বয়স বাড়ে! ওরা বলে!
ক্লিন শেভ! ফেয়ার এন্ড হ্যান্ডসাম!
আমি বলি: ঢের বাঁচা হলো;
এবার জীবনকে যাপন করতে চাই...
দেয়াল হীন উড়ন্ত স্বপ্নের মতো
মেঘ-রোদ্দুরে উড়ে যাওয়া নীল প্রজাপতির মতো!
তারপর, কোন এক বৃষ্টিময় সন্ধ্যায়
টিনের চালায় শব্দ শুনতে শুনতে
হাতে তুলে নেব স্বেচ্ছামৃত্যুর পেয়ালা!
ভাল থেকো! যা কিছু ভাল!
ছাতনী, বগুড়া
২৭.০৮.২০১৮ ইং