আমার ঘরে দুখের আগুন
জ্বলে ধিকিধিকি
তোমার ঘরে সুখের ফাগুন
জ্বলে ঝিকিমিকি।
আমার আকাশ মেঘে ঢাকা
রৌদ্রু নাইরে কোথা
তোমার আকাশ তারায় ভরা
জ্যোৎস্না খেলে সেথা।
তোমার দু'চোঁখ স্বপ্নে আঁকা
হাজার রঙিন স্বপ্নে
আমার দু'চোঁখ ক্লান্তি মাখা
ক্লান্ত প্রেমের লগ্নে।
তোমার ঠোটে সরল হাসি
কারণ বিহীন ছন্দে
আমার ঠোটে বিশের বাঁশি
জমিয়ে রাখা দ্বন্দে।
তোমার গলে সুরের ছোয়া
আমার হৃদয় কষ্টে ধোয়া।
তোমার মনের সকল ভাষা
আমার মনের শুধুই আশা।
তুমি থাকো অচিন পুরে
কেমনে রবে আমার ঘরে?
তোমার জীবন আমার জীবন
অংক কশে দেখি
তুমি ইষ্টু আমি যেন
ভিন্ন দেশে পাখি।
১৫/০৬/২০০৫