তোমার জন্য আঁধার রাতে
জোনাকিদের ডাক পাঠাই,
তারা এসে স্বপ্ন বোনে
চোখের পাতায় গান গাই।

তোমার জন্য নদীর স্রোতে
ভাসিয়ে দিই চিঠির খাম,
জলের ভাষায় লিখে রাখি
অভিমানী শত নাম।

তোমার জন্য পূর্ণিমাতে
রাখি চাঁদের একলা আলো,
আকাশজোড়া মেঘের ভাঁজে
রেখে আসি নীলের আলো।

তোমার জন্য কোকিল ডাকে
বসন্ত আসে চুপিচুপি,
পাতার মাঝে লুকিয়ে থাকে
অচেনা সব সুখের পাখি।

তোমার জন্য সময় থামে
ঘড়ির কাঁটা চেয়ে রয়,
ভালোবেসে পথ হারানো
শুধুই বুঝি আমায় সয়!

— Mayabi