স্বাধীনচেতা মানুষ হয়ে
তুমি কেনই বা অন্যের অধীনে
দাসত্ব স্বীকার করে এ জনম
পার করে দিবে?
বাঁচো তুমি নিজের মতো করে
নিজের আনন্দ খুঁজে নাও
নিজের চঞ্চলতার ভিড়ে
কেনই বা পরাধীনতায়
আবদ্ধ থাকবে সংকুচিত হয়ে।
তুমি মুক্ত আকাশের পাখির মত
বাধাহীন তুমি লাগামছাড়া প্রাণির মতো
কর তুমি যা তুমি চাও
যা তোমার মনের খোরাক যোগায়
অত পরেও তুমি মুক্ত তুমি বাধাহীন
তুমি বাঁচো আপন গরিমায়