তারপর বসন্ত আসেনি,
কাঁচা সবুজ পাতার অপেক্ষায়
শাখা গুলো ফাঁকা থেকে গেছে।
শীতের কুয়াশা ছড়িয়ে দিয়েছিল
একটা শেষের মতো স্থিরতা,
তবু কেউ ভেবেছিল—
ফাগুনের হাওয়ার সুর আসবেই।
তারপর বসন্ত আসেনি,
পাহাড়ের চূড়ায় সূর্যের আলো
গায়ে মেখে নামেনি নদীর ধারায়।
ক্যামেরায় বন্দি হতে চেয়েছিল
অপেক্ষার শেষ দৃশ্য,
কিন্তু বসন্ত এসে বললো না—
"এই আমি এলাম!"
তারপর বসন্ত আসেনি,
কদম ফুলের গন্ধে মাতাল হয়নি গ্রাম।
রংধনু ভুলে গিয়েছে
এই পথের ঠিকানা,
আর আকাশের মেঘগুলো
হারিয়ে গেছে শহরের ঘামে।
তারপর বসন্ত আসেনি,
তবু মনে আশা ছিল—
শত চেষ্টায় ডাকা যাবে তাকে।
কিন্তু বসন্তের মেঘ
একদিন কাঁদলো আর বললো,
"আমি তো আছি— তোমাদের অপেক্ষায়!"
তাহলে কি বসন্ত আসেনি,
নাকি আমরাই বসন্ত ভুলে গেছি?
শীতের নীল কুয়াশায় ঢাকা পড়ে গেছে
আমাদের সেই আগুন-লাগা স্বপ্ন?
বসন্ত তো আসে, সবসময়—
আমাদের অপেক্ষার মাঝে।