দেখা হবে শৈবালে
শিশির নিয়ে পায় ভিজবো দুজন শীতল শীতল
মাখবো গায়ে শিশিরবিন্দু সিন্ধু আছে যেথায়
তোমায় সাথে নিয়েই শৈবালে যাব
হাতে করে জমিয়ে নিয়ে যাব শিশিরবিন্দু
শিশিরবিন্দুর স্পর্শে শীতল হবে প্রাণ
মনের আনন্দে গেয়ে উঠবো ভালবাসার গান
কাঁপা কন্ঠে, ধোঁয়া উঠবে, কুঁকড়ে যাবে প্রাণ
নতুন করে ফিরে পাব বেঁচে থাকার গান
প্রাতঃকালে যেতে হবে সময় নিও হাতে
পূব আকাশে সূর্য ওঠার আগেই যেতে হবে ঘাটে
মাঝি আমার বড্ড চেনা বলেছিলাম তাকে
তোমায় নিয়ে শৈবালেতে যাব তারই তরীতে
সে অবশ্য বেশি হাক ছাড়েনি
হেসে বলেছিল " এতো ভালোবাসার কথা "
যা মনে কর তাই দিও আমার চললেই আমার দিন খাসা
চলে এসো সময়মতো নিয়ে যাবো ওপারেতে
কচুর শাখায় জমছে বিন্দু দিনে আর রাতে
অপেক্ষায় কাটছে দিন তোমার ছোঁয়া পেতে
আরে পাগল আমি নই শৈবালের মতে
তাহলে হবে তো দেখা শৈবালে?