ছলনার ছায়ায় ঢাকা দুনিয়া,
মিথ্যার জালে জড়ানো হৃদয়।
চোখের জলে লেখা কত স্বপ্ন,
নষ্ট হয় সে আশা বিন্দু বিন্দু।
মুখোশের আড়ালে লুকানো মুখ,
সত্যের পথে হারায় সব সুখ।
মানুষ মানুষে বাড়ছে দূরত্ব,
ছলনার কৌশলে ভাঙে সম্পর্ক।
আসুক একদিন সেই শুভ সকাল,
যেখানে থাকবে না মিথ্যার জাল।
সত্যের আলোয় জ্বলুক জীবন,
প্রাণে প্রাণে বেঁধে যাক বন্ধন।
ছলনার মৃত্যু হোক, মিথ্যা মুছে যাক,
বিশ্বাসের বীজে ভরে উঠুক সব ধ্বংস স্নায়ুক।
শান্তির ছায়ায় থাকুক পৃথিবী,
ভালবাসার পথে হাঁটুক প্রতিটি ধূলিধূসর প্রাণভূমি।