চৈত্রের শেষ বিকেলে
চৈতালি সব ঘরে তুলে,
চৈতি একা বসে আছে
মনের মানুষ নেই যে কাছে।
দূরের পথের শেষ কোথাতে
বিবেক তাহার আধকে ওঠে,
সন্ধ্যা নেমে রাত আসে
তবু সে নেই তো কাছে।
রাত্রি বেলায় আকাশ জুড়ে
হাজার হাজার তারা ঘুরে,
তারার ভিতর চৈতি তখন
মনের মানুষ খুঁজে মরে।
ভাবনা তাহার আকাশ ছোঁয়া
উঠছে পাখি দিচ্ছে সারা,
মনের মানুষ পেতে হলে
ছাড়তে হবে এ জগত ধরা ...........
চৈতালি -_-
বি:দ্র: কাল্পনিক প্রেমের কবিতা।