আজ প্রকৃতি বুক চিরে কান্না করছে
হয়তো আমার মতো সে ও
এক গভীর ক্ষতের আঘাত পেয়েছে
অনেক চেষ্টা করেও ব্যর্থ সে
শত তর্জন গর্জন করেও
শেষ পর্যন্ত কেঁদেই দিলো
সেকি ভয়ানক কান্না
অশ্রুর ধারা ঝড়েই চলছে
চোখ তখন লাল হয়ে গেছে
তবুও আবার নিজেকে লুকানোর চেষ্টা
ছেলে মানুষ তো , দুঃখ প্রকাশ করতে নেই
নেই করো কাছে সান্তনা চাওয়ার অধিকার
লুকিয়ে হাজার কান্না করো
প্রকাশ্যে থাকো সাদা হাস্যজ্জল
বিধাতা কেন এমন বিচার তোমার
পরিপূরক করেই যদি সৃষ্টি করো
তবে কেন এতো সংসয়
তবুও পুরুষ ঐ নারীকেই চায়
শত কষ্ট চাঁপা দিয়ে
সুন্দর একটা হাসি দিয়ে বলে
ভালোবাসি মহিয়সী মায়াবী 🫶