শেষের পাতায় লিখি আজ,
এক বছরের গান।
আনন্দ, দুঃখ, আশা-ভরসায়,
গেঁথেছি যত প্রাণ।

তোমার বুকে ছিল ভোর,
ছিল অন্ধকার রাত।
চেনা-অচেনা পথে চলেছি,
মিলেছে কতো আর্তনাদ।

ফুল ফোটার দিনও ছিল,
বৃষ্টি ভেজা ক্ষণ।
কিছু ব্যথা শিখিয়েছে,
তবু রেখেছি মন ।

শেষ পত্রে ধন্যবাদ,
বছর, তোমার কাছে।
তোমার থেকেই শিখেছি যে,
আলো ফোটে আঁধার রেখে পাছে।

নতুন বছরের কড়ায় কড়ায়,
দিয়েছি সকল আশা।
শেষের সুরে রাখি আজ,
ভালোবাসার ভাষা।