অন্তমিলহীন মুক্তছন্দ গদ্য ছন্দ নয়,
বিভিন্ন সব ছন্দের মিশ্রণ মুক্তছন্দে রয়;
গদ্যছন্দ বাক্যের শেষ ছেদ চিহ্নে পরিচয়।
চিত্রকল্প-ভাবনায় যখন বক্তব্যের উদয়
শ্রেষ্ঠ শব্দের সুবিন্যাসেই গদ্যকাব্য হয়-
কবির মনের রসের কথায় বিশ্ব কাব্যময়।
===লতিফা-(২২)==২-৭-২০১৭.♥