ভয়ের গল্প শুনতে ঠিক ভয় নয়, কেমন সঙ্কোচ হয়। নিদারুণ দানব ভোঁতা কৌশলে জমাতে না পেরে মরচে ধরা গদা পাশে নিয়ে নিরুপায় শুয়ে থাকে। রাজকুমারীর অলংকার তার রুগ্ন দেহ সাপেক্ষে বড় বড়। সোনার কাঠি, রূপোর কাঠি নোংরা বিছানায় শুধু গল্পের সাক্ষী হয়ে পড়ে থাকে।
কে আর রাজকুমার, সে এখন অন্য কারও বাহন হয়ে ঘোড়া সেজে ছুটছে।
রূপকথা এমনও হয়!