তাড়াহুড়োয় সাবানের ফেনা চোখে ঢুকে যায়। আর স্নান যদি উদাসী হয়, তাহলে দেখো, কিছু ফেনা স্নান শেষেও শরীরের এখানে ওখানে লেপ্টে থাকে।
রোমকূপ কখনো আটকে যায় না, কিছু পরিচিত ধূলিকণাদের নিজ সাধ্যমতো সে আশ্রয় দেয়। শরীর একটা ইকোসিস্টেম। ভেতরেও, বাইরেও।
সেই পরিশ্রুত শরীর সাপেক্ষে তুমি আমি বড়োই বেমানান।