এয়ার ফ্রেশনার ছড়িয়ে পড়লেও,
নিরাপত্তাহীনতা থেকে যায়।
গরাদে, সিলিংয়ে,
কিছু সাদা আর কিছুটা ময়লা দেয়াল, সবখানে -
স্থায়ী ম্যালানকনিক ছাপ।
সুগন্ধির কোরকে কোরকে,
আনন্দের বার্তাবাহী ক্লোরিন কণা ছোটে দিগ্বিদিক।
রুমভর্তি বাতাসকে পূর্বের থেকেও
থমথমে করে দিয়ে -
কণাদের নির্ভীক যাত্রা শুরু হয় মহাশূন্যে।
ভূমিকম্প ছাড়াই মরুপৃথিবীর দালানগুলো,
পলকা গ্যাসবেলুনের মতো
একটু একটু করে মাটিতে ধ্বসে পড়ে।