কোথায় আর যাওয়া, তাড়া তো নেই কোন। তারচেয়ে বরং পুরোনো দিনের কথা হোক। উপত্যকা আর গিরিখাতগুলো পেরোতে কীভাবে? সঙ্গী জুটেছিল কজন, আর সঙ্গিনী?
পেন্ডুলামের মতো যতোসব নিরাসক্তির ভাব ক্ষান্ত দাও। তুমি কি ব্ল্যাক বিউটিকে চেন? ঘোড়াটাকে কখনো না দেখলেও আমি জানি, পৃথিবীর সমস্ত ঘোড়া আনা সোয়েলকে এক নামে চেনে। লেখকের ঘোড়ারোগ, একটা ঘোড়াকে নিয়েই মেতে রইলেন।
আমি আমার অধীনস্থ রকিং হর্সের প্রভু। সমস্ত বিপদ, অদৃশ্য শত্রুর হননেচ্ছা, আর আমাকে সাবধান করে দিতে তার মৃদুস্বরের হ্রেষা, নাকের ফুটো বড় করে গাঢ় নিঃশ্বাস নেওয়া, সবই টের পাই।
ওটা ওটা বলবে না তো! ও একটা আস্ত ঘোড়া, আমার ঘাড় অবধি চুল ওর আভিজাত্যের কেশর।