তখন প্রহরী নেয় না কোন বাড়তি সতর্কতা
প্রবেশমাত্রই ঘিরে ফেলে চাক চাক মৌমাছি
সিঁড়িতে মজুদ জংলি লতাপাতা
শরীরের শ্যাওলা শরীর থেকে বেরিয়ে যেতে থাকে
স্তরীভূত রক্ত ফুটে ওঠে কোমল দেয়ালে
বিশ্রামের অনেকদূর অবধি গড়িয়ে যাই
জখমী বিছানা ভেসে ওঠে শূন্যে।
হাতছাড়া বারবি ডল, টাটা দিচ্ছে নাগালের বাইরে
উপোসী কাঠিন্যে, বেশভূষা তখন ডিনারের।
সাবধানবশতঃ আরও আরও শীতপোশাক মজুদের ব্যস্ততায়
সমস্ত খিলের আড়াল হারিয়ে ফেলেছি,
দৌড়ে ছুটে বেড়ানো, অব্যস্ততায় -
কোন কোন শুয়ে থাকা ঘুড়িকেও, তাৎক্ষণিক উড়িয়ে দিয়েছি।