ফণা তুলেই যে সাপ মমি হয়ে গেল
কোন গূঢ়ার্থ জানতে চেও না তার কাছে।
তোমাদের ধূলোই আজ প্রকৃত পরিব্রাজক,
বালির বাধ, জেনো, আজ যা সম্ভাবনা,
কাল কিংবা তার পরের অগণিত দিনেও তা শুধু
শুয়ে থাকা বয়েসী পদচিহ্ন।
মহাপ্লাবনের পরে শুধু নয়,
ভেসে যাওয়ার সময়ও, সব শান্ত ছিল।
গোছানো ট্রাভেল ব্যাগের গ্রেভইয়ার্ড ছিল -
আমি দ্বাররক্ষী, আর তুমি ছিলে।
সবার জন্য একই শোক, একই এপিটাফ
সার্বজনীন কান্নার জন্য কোথাও কাউকে খুঁজছে সবাই।