আমি এক আকাশ মেঘ জড়ো করেছিলাম
তোমায় দেবো বলে।
কিন্তু....
তুমি এলে না।
অপেক্ষায় উপেক্ষায়,
সেই মেঘ কখন যে বৃষ্টি হয়ে ঝড়ে গেলো
তুমি দেখলে না।
কথা ছিলো একসাথে হাজারক্রোশ হেটে চলার,
কিন্তু কয়েক পা এগিয়েই দেখলাম
আমার ডানপাশটা ফাকা।
কেউ নেই.......
তুমি বলেছিলে তোমায় যেন কখনও ছেড়ে না যাই,
আমি অভয় দিয়েছিলাম।
কিন্তু
তুমি বদলে গেলে....
আমিও পুরোনো হয়ে গেলাম,
জীবন ও জটিল থেকে জটিলতর হলো।
বাস্তবতা আরো দৃশ্যমান হলো।
কি কুৎসিত এক বাস্তবতা।
যে ভালোবাসার ঢালি উপহার দিয়েছিলে
জলের অভাবে তা শুকিয়ে কাঠ হয়ে গেলো
তবুও আমার অপেক্ষার শেষ হলো না।
অপেক্ষায় অপেক্ষায়
অভিমানের পারদ চড়ে গেলো
তবুও তুমি আসোনি।
প্রচন্ড একাকীত্বে যখন
প্রতিরাতে আমার ভেতর ভেঙ্গেচুড়ে যেতো
আমি তোমায় বলতাম,আমি ভালো নেই।
শুনে হয়তো তোমার পুরুষত্ব বেশ ফুলেফেপে উঠতো।
হয়তো তোমার প্রিয়তার পাশে শুয়ে
তুমি তখন তৃপ্তির ঢেকুর তুলতে।
সকালে গরম ধোঁয়া ওঠা চায়ের সাথে
সিগারেট টানার সময় থেকে
রাতে চোখ বন্ধ করা অব্দি
তোমার কোথাও আমি ছিলাম না।
আগের মতো আমার অভাবে আজকাল
তোমার ভেতরটা আর ছিড়ে যায় না।
বারবার চাইতে চাইতে রিক্ত আমি
শেষঅব্দিও পূর্ন হতে পারিনি।
প্রতিদিনের অপেক্ষায় ও
কিছু প্রাপ্তি জোটেনি।
যে ভালোবাসায় বাধা পড়ে
শেষপর্যন্ত সেও ভালোবাসায় থাকেনি।
প্রিয়, জেনে রেখো
উপেক্ষার উপহাসের চেয়েও একা থাকাই শ্রেয়।