আমি তোমাকে আর চাই না।
তোমাকে চাইতে চাইতে
আজ বড্ড ক্লান্ত হয়ে পড়েছি।
হঠাৎ পেছনে তাকিয়েই আজ
ভীষনভাবেই বুঝতে পারলাম
ভালোবাসি শব্দের আড়ালে
ভালোবাসা থাকা জরুরী নয়।
অন্যদিকে জীবনে যা কিছু পছন্দের
তার সবটা পাওয়া ও প্রয়োজনীয় নয়।
প্রথম দেখায় যখন প্রশ্ন করেছিলাম
কি দেখছো ওমন করে?
বলেছিলে, তোমার চোখভর্তি মায়ায় নিজেকে খুজি।
অথচ আজ মায়া পেরিয়ে চোখ শুকিয়ে গেছে,
কিন্তু তুমি নেই।
যখন বারকয়েক দেখার পরই
হাত ধরার বাহানা খুঁজতে,
আমি কিন্তু ধরতে পারতাম।
যখন আড়ষ্টতা কাটিয়ে শক্ত করে হাত ধরতে চাইলে,
আমি বলেছিলাম, আমার বড্ড বেশি ভয় হয়।
তুৃমি বলেছিলে," ভয় পেয়ো না,আমি আছি"।
যখন প্রত্যাশাহীন আমাকে তুমি
স্বপ্ন দেখাতে শুরু করলে,
আমি বলতাম, এসব বলো না।
আমার ভাগ্যে কিছুই সয় না।
তুমি দৃঢ় গলায় বলতে আমায়,
পৃথিবীর সমস্ত ভালো কিছুই নাকি আমার প্রাপ্য।
দেখো, কোনো প্রাপ্যই আর প্রাপ্তি হয় নি আজ।
আমাকে কেন্দ্রে রাখা তুমি যখন বদলে গেলে,
আমি মানতে পারিনি।
তুমি আমার ছিলে না,এটা ভাবতে কষ্ট হয়নি,
কিন্তু তুমি আমার হয়েও আজ আমার নেই,
এ ভাবনা আমার ভেতর ভেঙ্গে দেয়।
আমি জানি না ভালোবাসার বাষ্পীকরন হয় কিনা
ভালোবাসা অনুভূতি বৈ জল তো নয়।
তবুও হারিয়ে কি করে গেলো বলো তো?
ভালোবাসাহীনতায় কেউ মরে যায় না।
এ বাজারে ভালোবাসার চেয়ে সহজলভ্য
আর কি ই বা আছে।
তবুও কষ্ট পাই।
না, বাজারী ভালোবাসার জন্য নয়।
কষ্ট পাই, তুমিহীনতায়।
কষ্ট পাই, দুরত্বে।
কষ্ট পাই, স্মৃতিতে..........।